Khoborerchokh logo

দেশে এই প্রথম ৮ লেনের সেতু হবে গাবতলীতে: সেতুমন্ত্রী 130 0

Khoborerchokh logo

দেশে এই প্রথম ৮ লেনের সেতু হবে গাবতলীতে: সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
গাবতলী থেকে নবীনগর পর্যন্ত প্রায় ২০ কিলোমিটার সড়ক (ঢাকা-আরিচা মহাসড়ক) ১০ লেনে উন্নীতকরণ করা হবে,বলেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সেইসঙ্গে গাবতলী সেতু হবে ৮ লেনের। বাংলাদেশে এই প্রথম সেতু ৮ লেনে উন্নীতকরণের কাজ শুরু করতে যাচ্ছে সরকার।
(মঙ্গলবার) দুপুরে ভিডিও কনফারেন্সের মাধ্যমে সাভারের আমিনবাজার এলাকায় দ্বিতীয় সালেহপুর সেতুর উদ্বোধনের সময় তিনি এ কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন- ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন, সাভার উপজেলা নির্বাহী অফিসার শামীম আরা নিপা, উপজেলা পরিষদের চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজীব, ঢাকা জেলা উত্তর এর অতিরিক্ত পুলিশ সুপার আব্দল্লাহ-হিল কাফী ও সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ এফ এম সায়েদ।মন্ত্রী বলেন, গাবতলী থেকে নবীনগর পর্যন্ত মহাসড়ক সরকার ১০ লেনে উন্নীত করার পরিকল্পনা নিয়েছে। এরইমধ্যে সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শেষ হয়েছে। এখন বিনিয়োগকারী প্রতিষ্ঠান নির্বাচনের কাজ চলমান রয়েছে।তিনি বলেন, গাবতলী সেতুটি অত্যন্ত ব্যস্ত সেতু। এই সেতুটি খুব একটা ভালো অবস্থানে নেই। এটিকে আমরা সাজাতে চাই। সে কারণে বাংলাদেশের প্রথম ৮ লেনের সেতু হতে যাচ্ছে এই গাবতলী সেতু এবং সেটাও আমাদের প্রক্রিয়াধীন রয়েছে। আমরা অনতিবিলম্বে কাজ শুরু করবো।মন্ত্রী বলেন, নবীনগর থেকে পাটুরিয়া পর্যন্ত মহাসড়কে জাপানের অর্থায়নে জিটুজি ভিত্তিতে ৪ লেনে উন্নীত করা হবে। এ লক্ষ্যে প্রস্তুতিমূলক কার্যক্রম চলছে। এছাড়া সাভার এলাকায় মহাসড়কের উপর যেসব বাজার রয়েছে সেসব বাজারের যানজট নিরসনে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। এটা সাভারবাসীর জন্য আনন্দের।
এদিকে গার্ডারে ফাটল দেখা দেওয়ায় প্রায় এক মাস ধরে যানচলাচল বন্ধ থাকা আমিনবাজার এলাকার সালেহপুর সেতু মেরামত কাজ চলছে। দুই-এক দিনের মধ্যে সেতুটি উন্মুক্ত করে দেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকা সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী শামীম আল মামুন।


সম্পাদকঃ আলমগীর কবীর, ব্যাবস্থাপনা সম্পাদকঃ মনিরুজ্জামান। উপদেষ্টা সম্পাদক পরিষদঃ শাহিন বাবু । অস্থায়ী কার্যালয়ঃ নাওজোড়, বাসন, গাজীপুর মেট্রো পলিটন, গাজীপুর।
যোগাযোগঃ ০১৭১১৪২১৪৫১, ০১৯১১৮৮৯০৯৩, ই-মেইলঃ khoborersomoy24@gmail.com, web: www.khoborersomoy.com